গাজায় ত্রাণ সরবরাহ চালু রাখতে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২৪ , ৪:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : জাতিসংঘের শীর্ষ আদালত দুর্ভিক্ষ এড়াতে ইসরায়েলকে গাজায় নিরবচ্ছিন্ন ত্রাণ সরবরাহ চালু করার নির্দেশ দিয়েছে। শুক্রবার আদালত এ নির্দেশ দিয়েছে। বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, ইসরায়েলকে ‘বিলম্ব না করে জরুরি প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার …কাজ করতে হবে।’
চলতি সপ্তাহে জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং এটি হবে মানবসৃষ্ট। ইসরায়েল গাজায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আদালতের আদেশের প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ‘স্থল, আকাশ ও সমুদ্রপথে’ গাজায় ক্রমাগত সাহায্যের প্রবাহের অনুমতি দেওয়ার জন্য ‘নতুন উদ্যোগ এবং বিদ্যমানগুলো সম্প্রসারণ’ অব্যাহত রেখেছে।