গাজায় ফের বিমান হামলা ইসরায়েলের
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২১ , ১২:৩৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : জ্বালানী গ্যাস ও বিস্ফোরক সম্বলিত বেলুন (ইনসেনডিয়ারি বেলুন) বা বেলুন বোমা ছোঁড়ার অভিযোগে গাজা ভূখণ্ডে ফের হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সোমবার দিবাগত রাতে ভূখণ্ডের মূল শহর গাজা সিটি ও দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা। ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করে হামাসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে, জেরুজালেমে তাদের অধিকার এবং পবিত্রস্থান রক্ষায় তারা বদ্ধপরিকর।
উল্লেখ্য, টানা ১১ দিনের সংঘাতের পর গত ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়। এছাড়া ইসরায়েলে হামাসের রকেট হামলায় ১২ জন নিহত হন। যুদ্ধবিরতির চার সপ্তাহ পর গাজায় ফের বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।