আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব গাজা যুদ্ধে ৬১ সাংবাদিক নিহত, নিখোঁজ ৩

গাজা যুদ্ধে ৬১ সাংবাদিক নিহত, নিখোঁজ ৩


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২, ২০২৩ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : গাজা যুদ্ধে অন্তত ৬১ সাংবাদিক নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সময়ে এই সাংবাদিকদের মধ্যে ৫৪ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি ও তিনজন লেবানিজ। কমিউনিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তথ্য থেকে আরও জানা যায়, এই সময়ে ১১ সাংবাদিক আহত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজন সাংবাদিক এখনও নিখোঁজ। সিপিজে আরও জানিয়েছে, সংস্থাটি আরও সাংবাদিকদের হত্যা, নিখোঁজ বা হুমকি সংক্রান্ত অসংখ্য অসমর্থিত প্রতিবেদনের তদন্ত করছে। গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই বিরতি শেষ হয় শুক্রবার। ৭ দিন যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল ও বিমান বাহিনী অভিযান শুরুর প্রথম দিনে সেখানে নিহত হয়েছেন মোট ১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।