আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গাজীপুরে অসহায় ও কর্মহীন ১১৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে অসহায় ও কর্মহীন ১১৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২১ , ১:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গাজীপুর প্রতিনিধি : দেশে করোনায় দ্বিতীয় ঢেউয়ে খেটে খাওয়া মানুষ যখন বিপর্যস্ত, তখন লাখো মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়। তখনই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবারের ন্যায় এবারেও পাশে দাঁড়িয়েছে হতদরিদ্র কর্মহীন অসহায় পরিবারের পাশে। এমনই এক মহতী উদ্যোগ নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আবু নূর মো. শরিফুল আলম, কমান্ড্যান্ট সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো, রাজেন্দ্রপুরের দিকনির্দেশনা ও উদ্যোগে অসহায় ১১৫ কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন সশস্ত্র সেনাবাহিনী। পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার সকালে রাজেন্দ্রপুর অ্যামিউনিশন ডেপোর সামনে সংরক্ষিত এলাকায় হতদরিদ্র ১১৫ পরিবারের নিকট এক সাপ্তাহের খাদ্যসামগ্রী তুলে দেন কর্মকর্তারা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল চিনি, সয়াবিন তেল, লবণ, আলু, পেঁয়াজ, সেমাই ও গুড়ো দুধ।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লে. কর্নেল ওমর রাব্বান, লেফটেন্যান্ট রবিউল ইসলাম, লেফটেন্যান্ট জান্নাত ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন উর রশিদসহ একাধিক সেনা সদস্য।