আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গাজীপুরে কৃষকের ধান কেটে মাড়াই করে দিল স্বেচ্ছাসেবক লীগ

গাজীপুরে কৃষকের ধান কেটে মাড়াই করে দিল স্বেচ্ছাসেবক লীগ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৭:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


গাজীপুর সংবাদদাতা : শ্রমিক সংকট দূর করতে গাজীপুরে এবার কাঁচি হাতে মাঠে নেমেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বুধবার মাওনা এলাকায় কয়েকজন কৃষকের পাকা ধান কেটে মাড়াইও করে দেন তারা। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ ভূঁইয়া বলেন, ক্ষেতে থাকা পাকা ধান নিয়ে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। তাদেরকে সহযোগিতা করার জন্যই জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল আলম রবিন ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু কর্মীদের নিয়ে বাঁশবাড়ি এলাকায় কৃষকের ধান কেটে দেন। তাছাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কাওরাইদ এলাকায় কৃষকের ধান কাটেন।