আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গাজীপুরে প্রাইভেটকার চালককে হত্যা

গাজীপুরে প্রাইভেটকার চালককে হত্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Gazipur-maগাজীপুর: গাজীপুর জেলা শহরের শিববাড়ী এলাকায় আমির আলী (৫০) নামে এক প্রাইভেটকার চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ জুন) রাতে জেলার শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির আলী জেলার মৃত রওশন আলীর ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন জানান, সোমবার (১৩ জুন) দিনগত রাতে তিন/চারজন দুর্বৃত্ত বড়বাড়ী এলাকা থেকে আমির আলীর ভাড়ায় চালিত প্রাইভেটকারটি ভাড়া নেয়। প্রাইভেটকারটি শিববাড়ী এলাকায় পৌঁছালে তারা আমিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।