আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Gazipurগাজীপুর: গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাস চাপায় ইলিয়াস হোসেন (২৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ইলিয়াস ময়মনসিংহের মুক্তাগাছা থানার দড়িজয়পুর গ্রামের দিল মাহমুদের ছেলে। তিনি বোর্ডবাজার এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ৭টার দিকে বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কারখানায় যাওয়ার সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, মরেদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।