আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গাজীপুরে মনি ফ্যাশন কারখানায় আগুন

গাজীপুরে মনি ফ্যাশন কারখানায় আগুন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২১ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় মনি ফ্যাশন নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ১৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় মনি ফ্যাশন নামে সুতা তৈরির কারখানায় আগুন লাগে।
পরে খবর পেয়ে বিকাল সোয়া ৫টার দিকে জয়দেবপুর ইপিজেড ও ডিবিএল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এর পর ১৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে টিনশেডের তৈরি কারখানার গুদাম ও তুলা তৈরির ঝুট পুড়ে যায়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।