আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দাগনভূঞায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

দাগনভূঞায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২০ , ৭:২১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক যুবকের (৪৫) মৃত্যু হয়েছে। মৃত যুবক ফেনীর দাগনভূঞার সদরে নামারবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি একই উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে। তিনি পেশায় চা দোকানি। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়েত বিন করিম জানান, নিহত ব্যক্তির কিছু দিন থেকে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তার বাড়িসহ পাশের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে। দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান জানান, মৃত ব্যক্তির জ্বর, সর্দি, কাশি, গলাব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে কিছু দিন থেকে খুব অসুস্থ ছিলেন বলে তার পরিবার থেকে জানা যায়। তারা বিষয়টি নিয়ে ঢাকা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) স্বাস্থ্য বিভাগের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কেউ ফোন ধরেননি।