আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড গাড়ির ওপর প্লেন বিধ্বস্ত, নিহত ৩

গাড়ির ওপর প্লেন বিধ্বস্ত, নিহত ৩


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


plane-crashঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন বিমানবন্দরের কাছে একটি গাড়ির ওপর প্লেন বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্লেনের আরোহী বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবারের (০৯ জুন) ওই দুর্ঘটনার বিষয়ে হিউস্টন অগ্নিনির্বাপন বিভাগের কর্মকর্তা জেন ইভানস জানান, পার্কিং করে রাখা একটি গাড়ির ওপর প্লেনটি বিধ্বস্ত হয়। নিহতরা সবাই প্লেনের আরোহী ছিলেন।

এ সময় গাড়িতে কোনো ব্যক্তি না থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়নি বলে জানান ফায়ার ক্যাপ্টেন রু লোজানো। এছাড়া বিধ্বস্তের ঘটনায় ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরণ না হওয়ায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। কোনো আহতের খবর পাওয়া যায়নি।

প্লেনটি হঠাৎ আকাশ থেকে সোজা পার্কিং করা গাড়ির ওপর বিধ্বস্ত হয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী।