আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ

গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২৪ , ৫:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   আরেকটি ভারত-বাংলাদেশ লড়াই যখন দরজায় টোকা নাড়ছে তখন অগোছালো বাংলাদেশ দলকে নিয়ে সংশয় থেকে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? রাত পোহালেই নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে ৮ জুন। তবে আজ ভারতের বিপক্ষে আইসিসির আয়োজনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্ত-সাকিবরা। বিশ্বকাপের আগে ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচ। এ হিসেবে বাংলাদেশেরও একমাত্র ম্যাচ। কেননা তিনদিন আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়েছিল।

হিসেব অনুযায়ী, দুই দলের জন্যই আজকের প্রস্তুতি ম্যাচটি নিজেদের ঝালিয়ে নেওয়ার। তবে বাংলাদেশকে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কেননা কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দলটা তাই অগোছালো, ভারসাম্যহীন। ভারতের বিপক্ষে ম্যাচ সব সময়ই বাংলাদেশের জন্য বাড়তি চাপের, উন্মাদনার। তবে এই ম্যাচটা স্বীকৃত নয় বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার, গুছিয়ে উঠার দারুণ সুযোগ। মাঠে ১১ জন থাকলেও খেলার সুযোগ পাবেন স্কোয়াডে থাকা বাকিরাও। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি ছাড়াও স্টার স্পোর্টস, আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও এই ম্যাচটি সরাসরি দেখা যাবে।

বাংলাদেশের ব্যাটি-বোলিং সবকিছুতেই আত্মবিশ্বাসের বিশাল ঘাটতি। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা নিয়মিত ভুগছে। বোলিংয়ে নতুন বলে উইকেট আসলেও শেষ দিকে রান থামানো যাচ্ছে না। মাঝের ওভারগুলোতেও থাকে না তেমন বিষ। ফলে প্রতিপক্ষরা সহজেই তুলতে পারে রান। লম্বা সময় ধরে এই ফরম্যাটে খেলে গেলেও এখনও ছন্দ ধরে রাখতে পারে না। নবম বিশ্বকাপে তাই বাংলাদেশকে নিয়ে বাজি ধরার লোক খুব একটা নেই। তবে ভারতের বিপক্ষে ব্যাট-বলে দারুণ পারফর্ম করতে পারলে মূল টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসের জ্বালানি পাবে লাল-সবুজরা। শান্তরা সেই অপেক্ষাতেই আছে বলার অপেক্ষা রাখে না।