‘গুজব রটিয়ে’ ফেঁসে যাচ্ছেন তিনি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২০ , ৬:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : করোনা ভাইরাস নিয়ে গুজব রটিয়ে ফেঁসে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট এ কে এম ওয়াহিদুজ্জামান। বিদেশে বসে নানা গুজব রটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধুমাত্র তার পোস্টের পরই দুইটি বিষয়ে খোঁজ নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা জানতে পারেন দুইটি বিষয়ই ভুয়া। তাই তাকে ধরতে চেষ্টা চালাচ্ছে র্যাব। ওই পোস্টগুলোতে সরাসরি তিনি করোনা ভাইরাসের কথা উল্লেখ না করলেও পরিস্থিতির কারণে তার এমন পোস্ট করোনা ভাইরাসকেই ইঙ্গিত করে বলে মনে করছেন মনোবিদরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই এর এটি প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সমালোচনা ও মানুষের মাঝে ‘আতঙ্ক ছড়ানো শুরু করেন’ এ কে এম ওয়াহিদুজ্জামান। গেল ৪ এপ্রিল ফুটপাতে পড়ে থাকা অচেতন এক ব্যক্তির ছবি দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘ঘটনাস্থল কাকরাইল রোডের ফুটপাত’। পোস্টে তিনি করোনা ভাইরাস শব্দটি উল্লেখ না করলেও তার আগের পোস্ট এবং বর্তমান পরিস্থিতিতে অনেকেই ধারণা করেন এটা করোনা সংক্রান্ত। যা ফুটে ওঠে ওই পোস্টের কমেন্টেই। সবুজ চৌধুরী নামের এক ব্যক্তি ওই পোস্টের কমেন্টে লেখেন, মনে হচ্ছে ইতালির মতো হয়ে যাচ্ছে। এ ঘটনার পর খোঁজ নেয়া শুরু করে র্যাব। পরে জানা যায়, এই ঘটনাটি সম্পূর্ণ ভুয়া।