আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কবীর সুমন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কবীর সুমন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২১ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  গলায় ব্যথা ও প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন বর্ষীয়ান সংগীতশিল্পী কবীর সুমন। রোববার রাত সাড়ে তিনটার দিকে শারীরক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত অক্সিজেন সার্পোটে রাখা হয়েছে কবীর সুমনকে। তার রক্তে অক্সিজেনের মাত্রা সাংঘাতিক ভাবে কমে গিয়েছিল। Rapid Antigen টেস্টে রিপোর্ট নেগেটিভ মিললেও RT-PCR টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে। একাধিক শারীরিক সমস্যা থাকায় HRCT সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে তার।

ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের রিপোর্টগুলি হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ। কবীর সুমনের চিকিৎসায় গড়া হয়েছে ২ সদস্যের মেডিক্যাল বোর্ড। জানা গেছে, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমনের। সঙ্গে সর্দি ও মারাত্মক গলা ব্যথার সমস্যা। খেতে, ঢোঁক গিলতে সমস্যা বোধ করছিলেন। রোববার রাতে আচমকা শ্বাসের প্রবল সমস্যা হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যা রয়েছে কবীর সুমনের।