আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গুরুতর আহত প্রিয়াঙ্কার স্বামী, ভর্তি হাসপাতালে

গুরুতর আহত প্রিয়াঙ্কার স্বামী, ভর্তি হাসপাতালে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২১ , ১:২৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  রিয়ালিটি শোয়ের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। আন্তর্জাতিক সংবাদ সংস্থা TMZ-তে প্রকাশিত হয়েছে এমন খবর। জানা গিয়েছে, শুটিং চলাকালীনই আঘাত পান নিক। সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত মার্কিন পপ তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।

সূত্রের খবর, একটি গানের রিয়ালিটি শোয়ের শুটিং করছিলেন নিক। কিন্তু কীভাবে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী চোট পেলেন, সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রিয়াঙ্কা বা নিকের পক্ষ থেকেও অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে মার্কিন পপ তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সুস্থ হয়ে তিনি আবার শুটিংয়ে যোগ দিতে চান বলেই খবর।

কিছুদিন আগেই করোনা মোকাবিলায় ভারতের পাশে দাঁড়ানোর আরজি জানিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন নিক-প্রিয়াঙ্কা। পরে জানান, দেশের কোভিড যুদ্ধের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকা তুলেছেন তারা।