আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গুলিবিদ্ধ হয়ে মঞ্চে লুটিয়ে পড়লেন গায়িকা

গুলিবিদ্ধ হয়ে মঞ্চে লুটিয়ে পড়লেন গায়িকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২৩ , ৩:০৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  লাইভ কনসার্টে গাইতে গাইতে গুলিবিদ্ধ হয়েছেন গায়িকা নিশা উপধ্যায়। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের বিহারের সরন জেলায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উপনয়ণ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছিলেন ভোজপুরি গায়িকা নিশা, আচমকাই গুলি এসে তার পায়ে লাগে। এতে লুটিয়ে পড়েন গায়িকা, যার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। নিশার বাঁ পায়ে গুলি লেগেছে। বর্তমানে পাটনার ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীর থেকে বুলেট বের করা হয়েছে, ট্রমার মধ্যে রয়েছেন ভোজপুরি এই গায়িকা।

জনতা বাজার পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনার ব্যাপারে আমরা জেনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। আমরা গোটা বিষয়টা খতিয়ে দেখছি। কীভাবে গুলি চলল এবং সেই গুলি চালানোর পেছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’ সরন জেলার গৌর বসন্ত গ্রামের মেয়ে নিশা। এখন পাটনায় বসবাস করেন এই সংগীতশিল্পী। প্লে-ব্যাক গান গাওয়ার পাশাপাশি স্টেজ পারফরমার হিসেবে পরিচিত নিশা।