আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস গেইলের ব্যাটিংয়ে ঝড়: কলকাতাকে হেসেখেলে হারাল পাঞ্জাব

গেইলের ব্যাটিংয়ে ঝড়: কলকাতাকে হেসেখেলে হারাল পাঞ্জাব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৭, ২০২০ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সোমবার রাতে শারজাহ স্টেডিয়ামে ব্যাটিংয়ে দারুণ কিছু করে দেখাতে পারল না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। ওপেনার শুভমান গিল আর অধিনায়ক এইউন মরগ্যানের প্রাণপন চেষ্টায় কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৫০ রানের টার্গেট ছুড়ে দিতে পারল তারা। আর সেই টার্গেট হেসেখেলে পার করে দিল প্রীতি জিনতার পাঞ্জাব। মাত্র ২ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠায় পাঞ্জাব অধিপতি লোকেশ রাহুল। তার সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ দেন পাঞ্জাব বোলাররা। শুরুতেই ১০ রানের মধ্যে কেকেআরের ৩ উইকেট তুলে নেন পাঞ্জবের অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ম্যাক্সওয়েলকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে গেইলের ক্যাচে পরিণত হয়ে শুন্যরানে ফেরেন নীতিশ রানা। পরের ওভারে রাহুল ত্রিপাথিকে ৭ রান ফেরান সামি। একই ওভাবে দীনেশ কার্তিককে শুন্যরানে আউট করেন এই পেসার। ১০ রানেই গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কেকেআর। সেখান থেকে চতুর্থ উইকেটে অধিনায়ক মরগ্যান আর শুভমান গিল ৪৮ বলে ৮১ রানের জুটি গড়েন। দশম ওভারে এসে এই জুটিটি ভাঙেন লেগস্পিনার রবি বিষ্ণু।
২৫ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪০ রান করে আউট হন মরগ্যান। মরগ্যান আউটের পর বাকিদের আসা-যাওয়া দেখতে থাকেন একপ্রান্ত ধরে থাকা শুভমান গিল। সুনীল নারিনকে ৬ রানে বোল্ড করেন ক্রিস জর্ডান। নাগরকটিও ৬ রান করে নারিনের পথ ধরেন। দলের সবচেয়ে দামি খেলোয়াড় কামিন্স মাত্র ১ রানে আউট হন। তাকে ফেরান রবি বিষ্ণু। শুভমান গিল আর টিকে থাকে পারেননি। দলীয় ইনিংসের ৯ বল বাকি থাকতে ৪৫ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে ৫৭ রান করে প্যাভিলিয়নের ফেরেন শুভমান। শেষদিকে লুকি ফার্গুসন ঝড়ো গতিতে ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানে থামে কেকেআরের ইনিংস। দেড়শ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে চমৎকার শুরু করে পাঞ্জাব। অধিনায়ক রাহুল ২৫ বলে ২৮ রানের কেমিও ইনিংস খেলে বরুনের বলে আউট হন। ব্যাট হাতে নামেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। মাঠে নেমেই কেকেআর বোলারদের তুলোধুনো করতে থাকেন। মাত্র ২৯ বলে ৫১ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এই অর্ধশতক করতে গেইল মারেন ২ চার আর ৫ ছক্কা। জয় থেকে যখন মাত্র ৩ রান দূরে পাঞ্জাব, ফার্গুসনের বলে আউট হয়ে যান। ম্যাচে গেইলের পাশাপাশি ব্যাট চালিয়ে গেছেন ওপেনার মানদ্বীপ সিংও। ৫৬ বলে ৬৬ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ফলে ৮ উইকেট আর ৭ বল হাতে রেখে কেকেআরের দেয়া লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। এই জয়ের পর টানা পাঁচ জয়ে এখন প্লে-অফ নিশ্চিতের কাছাকাছি পাঞ্জাব। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুলের দল।