আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস গেইলের ব্যাটিং তাণ্ডব

গেইলের ব্যাটিং তাণ্ডব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২১ , ১১:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : টি-টেন ক্রিকেটে ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে ২৭ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে টিম আবুধাবি। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন মারাঠা অ্যারাবিয়ান্সের বিপক্ষে ৯৮ রানের টার্গেট তাড়ায় রীতিমতো ব্যাটিংয়ে ঝড় তুলেন ক্যারিবীয় তারকা ওপেনার। গেইলের ২২ বলে ৯টি ছক্কা আর ছয় চারের সাহায্যে গড়া অপরাজিত ৮৪ রানের বিধ্বংসী ইনিংসে ৯ উইকেটের বড় জয় পায় টিম আবুধাবি। বুধবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ৯৭ রান করে মারাঠা আরাবিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার আলিশান শরাফু। এছাড়া ২০ রান করেন মোহাম্মদ হাফিজ। ৯ বলে অপরাজিত ১৫ রান করেন শোয়েব মালিক। ৩ বলে দুই রানে অপরাজিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।