আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গোপনে প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিলেন শাহরুখ খান!

গোপনে প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিলেন শাহরুখ খান!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২০ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  শাহরুখ খান ও গৌরী খানকে বলা হয় বলিউডের পাওয়ার কাপল। সম্পর্ক ভাঙাগড়ার খেলা যেখানে নিত্যনতুন ঘটনা, সেখানে এই দম্পতির সম্পর্কও ক্ষতবিক্ষত হয়েছে প্রিয়াঙ্কার কাঁটায়। শূন্য থেকে শুরু করে বলিউডের সুপারস্টার হয়েছেন শাহরুখ। পরিবারে অভিনয়ের ইতিহাস বা গডফাদার, কোনওটাই তাঁর নামের পাশে ছিল না। খড়়কুটো অবলম্বন করে তাঁর এই লড়াইয়ে সব সময় পাশে ছিলেন প্রথমে প্রেমিকা ও পরে স্ত্রী গৌরী।

শোনা যায়, নিজের ক্যারিয়ারের প্রথম থেকেই শাহরুখের প্রতি তীব্র আকর্ষণ ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। তবে শাহরুখের সঙ্গে তাঁর অভিনয় লেন্সবন্দি হতে সময় লেগেছে। ২০০৬ সালে ‘ডন’ ছবিতে প্রথম একসঙ্গে দেখা যায় শাহরুখ-প্রিয়াঙ্কাকে। তবে বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠানে দেখা হওয়ার সুবাদে দু’জনের পরিচিতি ছিল অনেক দিনের। ছবিতে একসঙ্গে অভিনয়ের সুবাদে ঘনিষ্ঠতা আরও বাড়ে।

বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন প্রিয়াঙ্কার কথা। তিনি বলেন, ইন্ডাস্ট্রির সবাই তাঁকে স্টার মনে করে। একমাত্র প্রিয়াঙ্কার কাছে তিনি শুধুই ‘কো-স্টার’। শাহরুখের কথায়, তাঁর চুল যখনই অবিন্যস্ত হয়ে পড়ে, ঠিক মতো তা ব্রাশ করে দেন প্রিয়াঙ্কা। অন্তরঙ্গ বন্ধুত্বের কথা স্বীকার করেন দু’জনেই।

কিন্তু তাঁদের বন্ধুত্ব নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছড়াতে থাকে। বিশেষ করে ‘ডন টু’-এর পরে প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের আচরণ নাকি একদম বদলে যায়। তিনি পরিচালক প্রযোজকদের অনুরোধ করতে থাকেন প্রিয়াঙ্কাকে ছবিতে নেওয়ার জন্য। সে সময় শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এ প্রায়ই যেতেন প্রিয়াঙ্কা। বিভিন্ন পার্টি, অনুষ্ঠান এবং আইপিএল ম্যাচে তিনি-ই থাকতেন শাহরুখের বাহুলগ্না হয়ে। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে দেরি হয়নি। শাহরুখের কথায় নাকি করণ জোহর নিজের জন্মদিনের পার্টিতেও নিমন্ত্রণ করেছিলেন প্রিয়াঙ্কাকে। যদিও সে সময় করণের ঘনিষ্ঠ বৃত্তে প্রিয়াঙ্কা আদৌ ছিলেন না। সেই পার্টিতে শাহরুখ গালে চুম্বন করে প্রিয়াঙ্কাকে স্বাগত জানিয়েছিলেন।

শোনা যায়, সবার সামনে শাহরুখের এই আচরণ মোটেও ভাল ভাবে নেননি গৌরী। পার্টিতে নাকি প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটান শাহরুখ। এই নিয়ে প্রকাশ্যেই স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় শাহরুখের। সামনে না এলেও প্রিয়াঙ্কাকে ঘিরে শাহরুখ-গৌরী দ্বন্দ্ব চরমে ওঠে। ইন্ডাস্ট্রিতে গৌরীও যথেষ্ট প্রভাবশালী। তাঁর কথাতেই করণ জোহর-সহ বলিউডের একটা বড় অংশ প্রিয়াঙ্কার থেকে মুখ ফিরিয়ে নেন। এমনকি, শাহরুখকেও প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করতে দেননি গৌরী। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করলে বিবাহবিচ্ছেদের হুমকিও দেন গৌরী।

নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে আগ্রহী শাহরুখ বাধ্য হন গৌরীর দাবিতে সায় দিতে। ‘ডন টু’-এর পরে শাহরুখ-প্রিয়াঙ্কা কোনওদিন প্রকাশ্যে মুখোমুখি হননি। বরং, প্রিয়াঙ্কা নিজের নজর ঘুরিয়ে ফেলেন হলিউডের দিকে।

তবে বলা হয়, হলিউডে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের পিছনেও শাহরুখের আবদান আছে। একটি চ্যাট শো-এ প্রিয়াঙ্কা স্বীকারও করে নেন শাহরুখের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কের কথা। একটি জ্যাকেট দেখিয়ে বলেন তাঁর প্রাক্তন প্রেমিক সেটা তাঁকে দিয়েছেন। প্রসঙ্গত, ওই একই জ্যাকেট এর আগে শাহরুখকে পরতে দেখা গিয়েছে।

তবে ইন্ডাস্ট্রিতে আর একটি গুঞ্জন অনেক দিন ধরেই চর্চিত। বলা হয়, শাহরুখ এবং প্রিয়াঙ্কা গোপনে বিয়েও করেন কানাডার টরন্টোয়। কারণ প্রিয়াঙ্কার অসুস্থ বাবা চেয়েছিলেন মৃত্যুর আগে নিজের মেয়ের বিয়ে দেখে যেতে। তবে সত্যি যা-ই হোক না কেন, প্রকাশ্যে তাঁরা দূরত্ব বজায় রেখেই চলেছেন। এরপরে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতেও শুভেচ্ছা জানান শাহরুখ। কিন্তু প্রকাশ্যে তাঁর ঘনিষ্ঠ বৃত্তে এখনও নেই প্রিয়ঙ্কা। শোনা যায়, গৌরীর নির্দেশেই মান্নাত-এর সব পার্টিতেই শ্রীমতি জোনাস এখনও ব্রাত্য।