আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গোপনে বিয়ে করলেন বাপ্পি, পাত্রী কে?

গোপনে বিয়ে করলেন বাপ্পি, পাত্রী কে?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২০ , ৪:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ঢাকাই সিনেমার নায়ক বাপ্পি চৌধুরী। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনেই তিনি বিয়ে করেছেন বলে নায়কের বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বর্তমানে হাতে কোনো কাজ না থাকায় বাসায় স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে প্রেমিকাকে নিয়ে ঘুরতে দেখা গেলেও গণমাধ্যম থেকে জানতে চাইলে হেসে উড়িয়ে দিতেন এই নায়ক।

নববধূর নাম জানা না গেলেও তাকে ভালোবেসে ‘তুষার কন্যা’ বলে ডাকেন বাপ্পি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন বলেও সূত্রটি জানিয়েছেন।

এর আগেও বাপ্পির প্রেম ও বিয়ে নিয়ে জনপ্রিয় এক চিত্রনায়িকার সঙ্গে গুঞ্জন উঠেছিল। কিন্তু সেসবই গুঞ্জনেই সীমাবদ্ধ রয়ে গেছে। তবে বাপ্পির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসা এখন সময়ের ব্যাপার মাত্র। এ বিষয়ে বাপ্পির সঙ্গে  থেকে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।