আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গোপন প্রেমের কথা ‘স্বীকার’ করলেন স্বস্তিকা

গোপন প্রেমের কথা ‘স্বীকার’ করলেন স্বস্তিকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১ , ১১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ফেব্রুয়ারি হচ্ছে প্রেমের মাস। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পূজা, তার সঙ্গে বসন্তের হাওয়া। এমন মৌসুমে কার মান ভাঙাতে ব্যস্ত স্বস্তিকা মুখোপাধ্যায়? জানা অসম্ভব। তবে মধুমাসে বিরহও যে তার কাছে মধুর হয়ে ধরা দিয়েছে, লুকোন নি এই অভিনেত্রী। রবিবার বিয়ে বাড়ি যাওয়ার জন্য নিজেকে সাজিয়েছিলেন শাড়িতে, গয়নায়। তখনই সম্ভবত তার মনে পড়েছে, হারিয়ে ফেলা প্রেমিককে। যিনি নাকি দীর্ঘদিন ধরেই তার থেকে দূরে রয়েছেন অভিমানে।

এই বিরহ কি স্বস্তিকার ভালবাসার উদ্‌যাপন ব্যর্থ করে দেবে? হতেই পারে না। তাই ছবির সঙ্গে মেহেদি হাসানের ‘রনজিস হি সহি’ গানের শব্দ বসিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, ‘এই বিচ্ছেদও ভাল’। পাশাপাশি গানের শব্দের মধ্যে দিয়ে অভিনেত্রী আভাস দিয়েছেন, তার প্রেম সবার কাছেই গোপন। কিন্তু গোপন প্রেমেও তার টান কমছে না।

স্বস্তিকার এই গাঢ় প্রেমালাপ যথারীতি ভাইরাল নেট মাধ্যমে। নেটাগরিকেরা জানতে চেয়েছেন, এই দৃশ্য, এই গানের কথা অভিনেত্রীর আগামী ছবি বা সিরিজের ঝলক কি না। একই সঙ্গে স্বস্তিকার সৌন্দর্যের প্রশংসাও করেছেন তারা।