আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৭ দোকান

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৭ দোকান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২২ , ৩:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গোপালগঞ্জ প্রতিনিধি :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান ঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার আমতলী ইউনিয়নের মনসা বাড়ী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: নজরুল ইসলাম জানান, আমতলী ইউনিয়নের মনসা বাড়ী বাজারে একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে ওই বাজারের মো: ফিরোজ আহমেদের গার্মেন্টেসের দোকান, সেলিম মেম্বার, ফরিদ আহমেদ, পনির শেখ, রেয়াজুল শেখ ও হারুন শেখের দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ ববসায়ী মো: ফিরোজ আহমেদ ও ফরিদ আহমেদ জানান, আগুনে আমাদের দোকানের সব কিছু পুড়ে গেছে। এখন আমরা নি:স্ব হয়ে পড়েছি। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।