আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমনের ৫ যাত্রী নিহত

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমনের ৫ যাত্রী নিহত


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২২ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


নিজস্ব প্রতিবেদক : রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’র ধাক্কায় একটি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধানের ছেলে সুজন মৃধা (৩৭), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), নিরোধ দাসের ছেলে প্রতিদাস (৪০), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও মালেক বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস (৪০)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, রাতে মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত বাজার থেকে নির্মাণকাজে ব্যবহৃত কংক্রিট মিক্সার যন্ত্রবাহী গাড়িতে কয়েকজন শ্রমিক পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথে কাঠামদরবস্ত রেলক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন। খবর পেয়ে কাশিয়ানি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার কাজে অংশ নেন। ইউএনও মেহেদী হাসান জানান, নছিমনটিতে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। নিহতদের দাফন-কাফনের জন্য পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। আহত একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।