গোবিন্দগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত ১
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ২:১৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (০৮ জনু) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে নাশকতার উদ্দেশে একদল দুর্বৃত্ত উপজেলার মালঞ্চা এলাকায় সংঘবদ্ধ হচ্ছিল। খবর ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় ডিবি পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি বলে ওসি জানান।