আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় নিহত ৬

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় নিহত ৬


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের কালীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-বিশ্বাস (৩২)। অন্যদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ৩ যাত্রী নিহত ও ৫ জন আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।