আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গোবিন্দগঞ্জে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

গোবিন্দগঞ্জে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ৩:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Gaibanda - Copyগাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে কাজ করার সময় মাটিচাপা পড়ে মোকছেদুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুন) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকছেদুল ইসলাম উপজেলার ওই গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে উপজেলার পুনতাইড় খামারপাড়া গ্রামে নির্মাণাধীন ব্রিজে কাজ করছিলেন মোকছেদুল ইসলাম। এসময় ব্রিজটির নিচের রাস্তার মাটি আকস্মিকভাবে ধ্বসে পড়লে চাপা পড়েন তিনি।

পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় কিছুক্ষণ পর মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।