আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গোবিন্দগঞ্জে মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

গোবিন্দগঞ্জে মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Lawগাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে মায়ের অভিযোগে ফেরাজুল ইসলাম (২৮) নামে মাদকাসক্ত এক যুবকের এক বছরের কারাদণ্ড হয়েছে।

বুধবার (০৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ  আদালতের বিচারক ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হান্নান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ফেরাজুল ইসলাম ওই ইউনিয়নের মৃত সেকেন্দার আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ফেরাজুল ইসলামকে নেশার কবল থেকে বাঁচাতে তার মা ও নানা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে ফেরাজুলকে বাড়ি থেকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।