আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড: বিজয়ী হলেন যারা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড: বিজয়ী হলেন যারা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২৪ , ৩:৫৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বিশ্বের অন্যতম নামি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব। সোমবার (৮ জানুয়ারি, বাংলাদেশ সময়) ভোরে ৮১তম গোল্ডেন গ্লোবের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। সকাল থেকে বিভিন্ন শাখায় পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে ‘ওপেনহেইমার’ (সিনেমা) এবং ‘সাকসেশন’ (টিভি সিরিজ) এর জয়জয়কার।

চলুন জেনে নিই কারা পেলেন ৮১ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পুরস্কার:
সেরা সিনেমা (ড্রামা): ওপেনহেইমার
সেরা সিনেমা (মিউজিক্যাল/কমেডি): পুওর থিংস

সেরা অভিনেত্রী- মোশন পিকচার (ড্রামা): লিলি গ্লাডস্টোন, কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন
সেরা অভিনেতা-মোশন পিকচার (ড্রামা): কিলিয়ান মারফি, ওপেনহেইমার

সেরা অভিনেতা- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): পল জিয়ামাতি, দ্য হোল্ডওভারস

সেরা পার্শ্ব অভিনেত্রী (মোশন পিকচার): ডাভাইন জয় রাডলফ, দ্য হোল্ডওভারস
সেরা পার্শ্ব অভিনেতা (মোশন পিকচার): রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহেইমার

সোরা চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল (জাস্টিন ট্রিয়েট, আর্থার হারারি)

সেরা সিনেমা (অ্যানিমেটেড): দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা বিদেশি ভাষার সিনেমা: অ্যানাটমি অব আ ফল

সেরা টিভি সিরিজ (ড্রামা): সাকসেশন
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল/কমেডি): দ্য বিয়ার

সেরা অভিনেতা (টিভি সিরিজ, ড্রামা): কেইরান কালকিন, সাকসেশন

সেরা অভিনেত্রী (টিভি সিরিজ, মিউজিক্যাল/কমেডি): আয়ো ইদেবিরি, দ্য বিয়ার
সেরা অভিনেতা (টিভি সিরিজ, মিউজিক্যাল/কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট, দ্য বিয়ার