আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গোয়ালন্দে এক বাঘাইড়ের দাম ৪০ হাজার ৮০০ টাকা

গোয়ালন্দে এক বাঘাইড়ের দাম ৪০ হাজার ৮০০ টাকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


গোয়ালন্দ (রাজবাড়ীর) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে এক বাঘাইড় বিক্রি হয়েছে ৪০ হাজার ৮০০ টাকায়। মাছটির ওজন ৩৪ কেজি ২০০ গ্রাম। গোয়ালন্দের পদ্মা-যমুনার মোহনায় বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে সাদ্দাম প্রামাণিকের জালে ওই মাছটি ধরা পড়ে।
সাদ্দাম প্রামাণিক মাছটি দেলোয়ারের আড়তে নিয়ে গেলে এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা দিনের শেষে প্রতিনিধিকে জানান, ভোরে দৌলতদিয়া মৎস্য আড়তে গিয়ে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছটি পাই। পরে আড়ত থেকে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নিলাম। বাঘাইড় মাছটিকে এখনো জীবিত অবস্থায় ফেরিঘাটের পল্টুনে বেধে রাখা হয়েছে।
১৩ শত টাকা কেজি দরে মাছটি বিক্রি করব। যদি কেউ মাছটি কিনতে চান তাহলে আমার ০১৭৩৪৩৯৪৯১৭ এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।