আজকের দিন তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গোয়ালন্দে বানভাসিদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হল খাদ্যসামগ্রী

গোয়ালন্দে বানভাসিদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হল খাদ্যসামগ্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২০ , ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাজবাড়ী (গোয়ালন্দ) প্রতিনিধি : বন্যার পানিতে ভাসছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের হাজার হাজার পরিবার। অসহায় এ মানুষজন বিভিন্ন উঁচু রাস্তা, বাঁধসহ নিজেদের বাড়িঘরে কোনো মতে আশ্রয় নিয়ে আছেন। অর্ধাহার-অনাহারে কাটছে তাদের দিন-রাত।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এ সব পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশহিসেবে বুধবার বিকালে ট্রলারযোগে উজানচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম চর এলাকায় শতাধিক দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল ও ১ কেজি লবণ।

ত্রাণ কার্যক্রমে অংশ নেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস পারভীন, এসিল্যান্ড আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উজান চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মণ্ডল, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও শামীম শেখ, দফতর সম্পাদক কুদ্দুসুল আলম, স্থানীয় ইউপি সদস্য আ. কাদের মোল্লা প্রমুখ।

এ প্রসঙ্গে ইউএনও আমিনুল ইসলাম বলেন, বন্যা কবলিতদের সীমাহীন দুর্ভোগ হচ্ছে। আমরা তাদের দুর্ভোগ লাঘবের জন্য দিন-রাত কাজ করছি। ট্রলার-নৌকাযোগে দুর্গতদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছি। দুর্যোগকালীন পুরো সময় ধরে এ কার্যক্রম চলবে।