আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব গোয়েন্দাদের গোপন প্রতিবেদন : করোনা নিয়ে তথ্য গোপন করেছে চীন

গোয়েন্দাদের গোপন প্রতিবেদন : করোনা নিয়ে তথ্য গোপন করেছে চীন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ৬:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর উৎপত্তিস্থল চীন। দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়াতে শুরু করে। ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সরকার সেখানে সম্পূর্ণ লকডাউন করে। সংবাদমাধ্যমকেও নিয়ন্ত্রণ করা হয়। ফলে সেখানে সঠিক তথ্য সরেজমিনে তুলে আনতে পারেনি কেউ। এজন্য চীনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যেই ভরসা রাখতে হয়েছে সবাইকে। চীন সরকার করোনা নিয়ে এ পর্যন্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চীনের মূল ভূখণ্ডে ৮১ হাজার ৫৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ২৩৮ জন। মারা গেছেন ৩ হাজার ৩১২ জন। চিকিৎসাধীন ২ হাজার ৪ জন। সেই হিসেবে চীনে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৩ শতাংশ। তবে চীনের এ তথ্যের সঙ্গে একমত নন মার্কিন গোয়েন্দারা। তাদের দাবি, চীন তথ্য গোপন করেছে। তথ্য গোপানের মাধ্যমে চীন গোটা বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের তিন জন গোয়েন্দা সম্প্রতি দেশটির প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছেন। সেখানে তারা এ দাবি করেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ। খবরে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা চীনের একাধিক সূত্র থেকে তারা তথ্য পেয়েছে, দেশটি করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করেছে।