আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ গৌরনদীতে ট্রাক চাপায় ২ পথচারী নিহত

গৌরনদীতে ট্রাক চাপায় ২ পথচারী নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Barisalবরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

শনিবার (০৪ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহিলাড়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন (২০) ও স্থানীয় মালিউজিরপুর উপজেলার শোলক এলাকার বাসিন্দা মো. কালাম মোল্লা (৩৫)।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী ট্রাকটি মাহিলাড়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় সড়কের পাশে থাকা ওই দুই পথচারী ট্রাকের ও গাছের মাঝে পড়ে চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা হলেও চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি।