আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস গ্যালারিতে গেলেই নতুন বল

গ্যালারিতে গেলেই নতুন বল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২১ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হওয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনও বল গ্যালারিতে গেলেই সে বল দিয়ে আর খেলা হবে না। অর্থাৎ যতবার বল গ্যালারিতে যাবে ততবার ‘নতুন’ বল দিয়ে শুরু হবে খেলা। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন শর্তও মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সফরে আসার আগে বেশ কিছু শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তার মধ্যে এটিও ছিল। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘গ্যালারিতে বল গেলে নতুন বল ব্যবহার করা হবে। তবে একবারে নতুন নয়; ম্যাচের অবস্থা অনুযায়ী আগের বল দেওয়া হবে। অর্থাৎ ১০ ওভারের সময় কোনও বল হারালে ওই অবস্থার বল দেওয়া হবে। এ জন্য বলও সংগ্রহ করা হয়েছে। কোভিডের কারণে হ্যান্ডশেক থাকছে না এই সিরিজে।’ করোনা পরবর্তীকালে ক্রিকেট মাঠে গড়ালে আইসিসি বেশ কয়েকটি গাইডলাইন দিয়ে দেয়। তার মধ্যে বল নিয়েও কিছু নির্দেশনা ছিল। গ্যালারিতে গেলে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করা হয়। বল বদলে ফেলার নজির এখন পর্যন্ত দেখা যায়নি।
অস্ট্রেলিয়া-বাংলাদেশের ম্যাচে কাল (মঙ্গলবার) হয়তো এমন কিছু দেখা যাবে। যতবার বল যাবে সেই সব বল বদলে কাছাকাছি ব্যবহৃত অন্য বল দিয়ে খেলা চালানো হবে। গ্যালারিতে যাওয়া বলটি পরের ম্যাচে ব্যবহার করা যাবে।