আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য গ্যাসের চেয়ে স্বর্ণ রপ্তানিতে বেশি আয় রাশিয়ার

গ্যাসের চেয়ে স্বর্ণ রপ্তানিতে বেশি আয় রাশিয়ার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২০ , ৯:৩৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  প্রথমবারের মত গ্যাস রপ্তানির চেয়ে স্বর্ণ থেকে বেশি আয় করছে রাশিয়া। আরটি এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও ফেডারাল কাস্টমস সার্ভিসের তথ্য থেকে বিষয়টি জানা গেছে। এপ্রিল ও মে মাসে রাশিয়া ৬৫.৪ টন স্বর্ণ রফতানি করে আয় করেছে ৩.৫৫ বিলিয়ন ডলার। অথচ একই সময়ে দেশটি গ্যাস রপ্তানি করে আয় করেছে ২.৪ বিলিয়ন ডলার। গত দুই মাসে রাশিয়ার গ্যাস ও স্বর্ণ রপ্তানিতে এ পার্থক্য সৃষ্টি হয়। ১৯৯৪ সাল থেকে গ্যাসই রাশিয়ার শীর্ষ রফতানি আয়ের উৎস ছিল।

স্বর্ণ রফতানি রাশিয়ার বৈদেশিক মজুতকে আরো মজবুত করছে। গত এক বছরে রাশিয়ার স্বর্ণ রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ। গত বছর এপ্রিল ও মে মাসে রাশিয়া ২৪৭ মিলিয়ন ডলার আয় করে স্বর্ণ রপ্তানি থেকে। এ বছর প্রথম প্রান্তিকে তা ছাড়িয়ে যায় ১.৪ বিলিয়ন ডলার।

গত বছর ব্রিটেন রাশিয়া থেকে রেকর্ড পরিমান ৫ বিলিয়ন ডলারের স্বর্ণ আমাদানি করে। একই সময়ে রাশিয়ার মোট স্বর্ণ রপ্তানি আয় ছিলো ৫.৭ বিলিয়ন ডলার। রাশিয়া থেকে ব্রিটেনের স্বর্ণ আমদানি বৃদ্ধি পেয়েছে ১২ গুণ এবং হার পরিমানগত দিক থেকে ৯৩ শতাংশ।

রাশিয়া আরো ১২টি দেশে স্বর্ণ রফতানি করে যেগুলোর মধ্যে কাজাখস্তান ও সুইজারল্যান্ড ৪০৯ মিলিয়ন ডলারের স্বর্ণ আমদানি করেছে গত বছর।