আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব গ্যাস লিকেজে ১৬ জনের মৃত্যু

গ্যাস লিকেজে ১৬ জনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৩ , ৩:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিকেজ হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বুধবার রাতে জোহানেসবার্গ শহরের উপকণ্ঠে বক্সবার্গের একটি অবৈধ বসতিতে এ দুর্ঘটনা ঘটে। বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। একুরহুলেনি পৌরসভার জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম এনটলাদি বলেন, অ্যাঞ্জেলো ক্যাম্পের একটি সিলিন্ডার থেকে এ গ্যাস লিকেজ হয়েছে। স্থানীয় সময় রাত ৮টার দিকে আমাদের অবহিত করা হয়। শুরুতে গ্যাস বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হলেও ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীরা বুঝতে পারেন, বিস্ফোরণ নয়, বরং বিষাক্ত গ্যাস লিকেজ থেকে এত মানুষের মৃত্যু হয়েছে। উইলিয়াম এনটলাদি সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, অবৈধ স্বর্ণখনির সঙ্গে এর সংযোগ থাকতে পারে। অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন। পরিত্যক্ত খনি থেকে মাটি চুরি করে এনে এ গ্যাসের মাধ্যমে মাটি থেকে স্বর্ণের ছোট ছোট দানা খুঁজে বের করেন তারা। উল্লেখ্য, ছয় মাস আগে জোহানেসবার্গেই একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণ হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল।