আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস গ্লোবাল টি-টোয়েন্টি মাতাচ্ছেন শরীফুল

গ্লোবাল টি-টোয়েন্টি মাতাচ্ছেন শরীফুল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২৪ , ২:১৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে প্রথম তিন ম্যাচে ৩ উইকেট নেওয়া বাংলাদেশি পেসার সারে জাগুয়ার্সের বিপক্ষেই নিয়েছেন ৩ উইকেট। শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলা টাইগার্স। তার ও সাকিব আল হাসানের পারফরম্যান্সে গতকাল সারেকে ৪ উইকেটে হারিয়েছে তাদের দল।
প্রতি ম্যাচেই ইনিংসের শুরুতেই উইকেট এনে দেওয়া শরীফুল গতকালও দলকে দুর্দান্ত সূচনা এনে দেন। নিজের প্রথম ওভার বোলিং করতে এসে সারের ওপেনার সুনীল নারইনকে রানের খাতায় খোলার আগেই ফেরান।
পরে ইনিংসের ১০ম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে টানা ‍দুই উইকেট নেন তিনি। সব মিলিয়ে ৩ উইকেট নেন মাত্র ১১ রান খরচ করে।
অন্যদিকে ২১ রানে ২ উইকেট নেওয়া সাকিব ফেরান ব্র্যান্ডন ম্যাকমুলেন ও মার্কাস স্টয়নিশকে। এতে মাত্র ১০১ রানে অলআউট হয় সারে। সমান ৬ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারির তালিকায় ৪ নম্বরে আছেন দুই বাংলাদেশি বোলার। শীর্ষে থাকা টরেন্টো ন্যাশনালসের পেসার জুনাইদ সিদ্দিকী নিয়েছেন ১০ উইকেট।
তবে প্রতিপক্ষকে অল্প রানে অলআউট করতে অবদান কম নয় ডেভিড ভিসার। ২ উইকেট নেওয়া নামিবিয়ার এই অলরাউন্ডার ২৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন।
১০২ রানে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলা টাইগার্সেরও। ৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। এর মধ্যে দলের অধিনায়ক সাকিব করেন ৭ বলে ১ রান। তবে শেষ দিকে ইফতিখার আহমেদ ও ডিলন হেইলিগারের সঙ্গে ছোট্ট দুটি জুটি গড়ে দলকে জয় এনে দেন ভিসা। সর্বোচ্চ ২৭ রান করা ভিসার বিপরীতে ১৭ রানে অপরাজিত থাকেন ডিলন। এ জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে বাংলা টাইগার্স। এক ম্যাচ কম খেলে সমান ৬ পয়েন্টে শীর্ষে মোহাম্মদ সাইফউদ্দিনের দল মন্ট্রিয়ল টাইগার্স।