আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ঘণ্টা ব্যবধানে মেক্সিকোতে দুই ভূমিকম্প

ঘণ্টা ব্যবধানে মেক্সিকোতে দুই ভূমিকম্প


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


444অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: এক ঘণ্টার ব্যবধানে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে। এর একটির মাত্রা ৫.১ হলেও অপরটি ৪.৭ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্যান প্যাট্রিসিয় উপকূল থেকে ১১৪ মাইল দূরে প্রথমে ৫.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর একই স্থানে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭।