ঘরের মাঠেই উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২১ , ১:৪২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজের চরম ব্যাটিং বিপর্যয় ঘটেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম খেলায় ইনিংস ও ৬৩ রানের ব্যবধানে হেরে যাওয়া দলটি, সিরিজের দ্বিতীয় টেস্টেও ইনিংস ব্যবধানে পরাজয়ে শঙ্কিত। দক্ষিণ আফ্রিকার করা ২৯৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়াইন মুল্ডার, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির গতি আর কেশভ মহারাজের বা-হাঁতি স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।
দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জার্মেইন ব্লাকউড। এছাড়া ৪৩ রান করেন শাই হোপ। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি দুই ওপেনারসহ সাতজন ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়াইন মুল্ডার তিন আর কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও কেশভ মহারাজ দুটি করে উইকেট ভাগাভাগি করে নেন।
সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৯৮/১০ (ডি কক ৯৬, ডিন এলগার ৭৭; কেমার রোচ ৩/৪৫, কাইল মায়ার্স ৩/২৮)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৯/১০ (জার্মেইন ব্লাকউড ৪৯, শাই হোপ ৪৩; মুল্ডার ৩/১, লুঙ্গি এনগিডি ২/২৭, কাগিসো রাবাদা ২/২৪, কেশভ মহারাজ ২/৪৭)।