Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
ঘরে বুমরাহর ‘পারফরম্যান্সে’ মা খুশি - Diner Sheshey ঘরে বুমরাহর ‘পারফরম্যান্সে’ মা খুশি - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ঘরে বুমরাহর ‘পারফরম্যান্সে’ মা খুশি

ঘরে বুমরাহর ‘পারফরম্যান্সে’ মা খুশি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২০ , ১:৩৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে স্পোর্টস ডেস্ক : করোনার জেরে স্তব্ধ জনজীবন। মারণঘাতী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে ভারত। এখন ২১ দিনের লকডাউন চলছে। যার আজ ষষ্ঠ দিন। স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রেটিরা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকে রান্নাঘরে সময় কাটাচ্ছেন, কেউ ঘরের কাজে হাত লাগাচ্ছেন। এবার ঘর পরিষ্কার করে মাকে খুশি করলেন জাসপ্রিত বুমরাহ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া টুইটারে খোদ তিনি নিজে শেয়ার করেছেন। বল হাতে ২২ গজে ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্ন বুমরাহ । আজও মায়ের বাধ্য ছেলে তিনি। তাই লকডাউনে মাকে সাহায্য করতে হয়েছে তাকে। হাতে পোছনা তুলে নিয়ে ফ্লোর পরিষ্কার করেছেন ভারতীয় ডানহাতি পেসার। বুমরাহর ঘর মোছার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। যদিও করোনার প্রাদুর্ভাব না ঘটলে ২৯ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামতেন তিনি। তবে করোনার জেরে পিছিয়ে গেছে টুনামেন্টটি। ১৫ এপ্রিল পর্যন্ত তা স্থগিত রয়েছে। সোশ্যাল মিডিয়া টুইটারে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, বাড়িতে ঘর মোছার কাজে দক্ষতা দেখাচ্ছি। আমার পারফরম্যান্সে মা বেশ খুশি। শুধু ঘর মোছা নয়, আহমেদাবাদে নিজ বাসার বারান্দায় সাজানো প্রতিটি গাছে পানি দিয়ে পরিচর্যা করেছেন ভিন্ন অ্যাকশনর্মী স্পিডস্টার।

তথ্যসূত্র: এবিপি আনন্দ


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130