আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল ঘরোয়াভাবে চিকেন শর্মা তৈরির রেসিপি

ঘরোয়াভাবে চিকেন শর্মা তৈরির রেসিপি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


shawarmঅনলাইন লাইফস্টাইল ডেস্ক: চিকেন শর্মা আধুুনিক একপি সুস্বাদু ও পুুষ্টিকর খাবারের নাম। সারা দিনের রোজা শেষে ইফতারে এটি শরীরের জন্য বলদায়ক হতে পারে। প্রয়োজনীয় ও সুস্বাদু এই খাবারটি রেস্টুরেন্টে খাবার পাশাপাশি ঘরোয়াভাবেও তৈরি করতে পারেন।

চিকেন শর্মা তৈরির ঘরোয়া রেসিপি নিয়ে নিচে আলোচনা করা হলো :

শর্মার রুটির জন্য উপকরণ :  ময়দা ৫ কাপ, ইষ্ট ১ চা চামচ, লবণ পরিমাণমতো, ২ চামচ গুড়ো দুধ, কুসুম গরম পানি পরিমাণমতো, বেকিং পাউডার ১ চা চামচ, তেল পরিমাণমতো, চিনি ২ চা চামচ।

শর্মার পুরের উপকরণ : মুরগির বুকের মাংস ৫০০ গ্রাম স্বেদ্ধ করা ( লম্বা করে কাটা), পেঁয়াজ কুচি ১ কাপ, গাজর,হলুদ ও লাল ক্যাপসিকাম, টমেটো,বাধাকপি লম্বা করে কাটা (৩০০ গ্রাম), মেয়নিস ২ কাপ, টমেটো সস ১ কাপ, সয়াসস ২ চা চামচ, গার্লিক সস ৩ চা চামচ, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, তেল ১/২ কাপ, লবণ স্বাদমতো

প্রস্তুতপ্রণালী : প্রথমে রুটির সব উপকরণ দিয়ে মাখিয়ে ডো তৈরি করে নিন। রুটির ডো একটি পাত্রে ঢেকে রাখুন ৪ ঘণ্টা। তারপর শর্মার পুরের জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে স্বেদ্ধ মাংসের সাথে একে একে সবগুলো উপকরণ (মেয়নিস,গার্লিক সস ও টমেটো সস বাদে)  দিয়ে দিন। ৫-৭ মিনিট ভেজে নামিয়ে ফেলুন।

অন্যদিকে রুটি তৈরি করে ফেলুন। মাংসের মিশ্রণের সাথে মেয়নিস, গার্লিক সস ও টমেটো সস মাখিয়ে ফেলুন।  তৈরি রুটিতে মাংসের পুর দিয়ে ফয়েল পেপার দিয়ে রোল তৈরি করে ফেলুন।