আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঘুমধুম সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

ঘুমধুম সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


উখিয়া প্রতিনিধি : বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার নাম বিজয় তঞ্চঙ্গা (২২)।
রোববার দুপুরে উপজেলার ঘুমধুম সীমান্তে এ ঘটনা ঘটে। আটক বিজয় তঞ্চঙ্গা উপজেলার বড়ইতলির মংচাইচিং তঞ্চঙ্গার ছেলে। অভিযান পরিচালনাকারী নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে লুঙ্গি ও বস্তায় মুড়িয়ে রাখা ৫০ হাজার ইয়াবাসহ বিজয় তঞ্চঙ্গাকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটক ইয়াবাকারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আটক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, এটি ছিল বাংলাদেশ-মিয়ানমান স্থলসীমান্তের ইয়াবা পাচারের জোন। এ কারণে ঘুমধুম সীমান্তের রেজু-আমতলী বা বড়ইবলী বা আশপাশ সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ইয়াবা পাচার আর রুটিনমাফিক এ ইয়াবা আটক হচ্ছে।