আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় বরগুনায় যুদ্ধজাহাজ

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় বরগুনায় যুদ্ধজাহাজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২০ , ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরগুনা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় বরগুনায় সাধারণ মানুষকে নিরাপদে রাখতে ৬১০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড় পূর্ববর্তী এবং পরবর্তী উদ্ধার তৎপরতাসহ ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য একটি যুদ্ধজাহাজ ও ল্যান্ডিং ক্রাফটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আম্ফানের কবল থেকে প্রাণহানি ঠেকাতে বরগুনার নদী ও সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের সন্ধ্যার আগে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে। আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া সাধারণ মানুষের জন্য ইফতারসহ রাতের খাবার এবং সাহরির আয়োজন করবে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় ইতোমধ্যে বরগুনার ছয় উপজেলায় ২৫ লাখ টাকা ও দুইশ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জেলায় মোট ৬১০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন। সেই সঙ্গে ২০ হাজার গবাদি পশু-পাখি আশ্রয় নিতে পারবে। এছাড়া আশ্রয়কেন্দ্রের আওতায় থাকবে বরগুনার সব ভবন। আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব মানতে বাধ্য করা হবে আশ্রিতদের। সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ইতোমধ্যেই নিরাপদে নিতে সক্ষম হয়েছি। কিছু ট্রলার এখনও নিরাপদ আশ্রয়ে না গেলেও সেগুলো নিরাপদ স্থানের খুব কাছাকাছি থেকে নিরাপদে আছে। সংবাদ সম্মেলনে বরগুনায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার ইমরান বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা বরগুনাবাসীর পাশে ছিলাম। ঘূর্ণিঝড় আম্ফানের সময়ও আমরা বরগুনাবাসীর পাশে থাকব। তিনি বলেন, ইতোমধ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বরগুনা উপকূলে অবস্থান করছে উদ্ধার তৎপরতাসহ ত্রাণ বিতরণ কার্যক্রমের জন্য। এছাড়া একটি ল্যান্ডিং ক্রাফটের ব্যবস্থা করা হয়েছে। এই ল্যান্ডিং ক্রাফটি ঘূর্ণিঝড় পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে উদ্ধার অভিযানসহ ত্রাণ তৎপরতায় ব্যবহার করা হবে।