আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাউফলে গুড়ি গুড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বাউফলে গুড়ি গুড়ি বৃষ্টি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২৩ , ১:২৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুনের’ প্রভাবে গত (২৩ অক্টোবর, সোমবার) মধ্যরাত থেকে উপকূলীয় পটুয়াখালীর বাউফলের চরাঞ্চলসহ সর্বত্র গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে। মেঘে ঢাকা রয়েছে আকাশ। স্থানীয় পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবাহাওয়া অধিদপ্তর। বিপদ সংকেতের কারণে থোর ধানের ক্ষতির আশঙ্কা করছেন চরাঞ্চলের কৃষক। উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, এ খবর লেখা পর্যন্ত (দুপুর ১২:১৫) ৭ নম্বর বিপদ সংকেতের কারণে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদরের সভাপতিত্বে পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা নির্বাহি কর্মকর্ত মো. বশির গাজীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির লোকজন ও স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে উপজেলা অডিটরিয়ামে মিটিং চলছে। উপজেলার সকল স্কুল কাম সাইক্লোন সেল্টারগুলো আপদকালীন সময়ে সর্বসাধারনের সহজ আশ্রয়ের জন্য প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সজাগ দৃষ্টি রাখা হচ্ছে সংবাদ মাধ্যমের আবহাওয়া বুলেটিনের ওপর। তবে এখন পর্যন্ত তেঁতুলিয়া নদীর পানি প্রবাহ স্বাভাবিক ও নিরব থাকলেও ‘হামুন’ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্রগ্রাম উপকূল অতিক্রম করতে পারে এ খবরে বাউফলের মুলভূখন্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের চর ব্যারেটের হতদরিদ্র সেলিম খাঁন বলেন, ‘ঘূর্ণিঝড়ের কথা হুনলেই ডর লাগে। আল্লার কাছে কই, ক্ষতি না অয়।’ ভরিপাশা গ্রামের মমিনপুর চরের কৃষক আলমগীর গাজী বলেন, ‘এ্যাহন চরাঞ্চলে আগাম জাতের আমুন ধানের থোর পড়া শুরু অইছে। ঘূর্ণিঝড় অইলে কৃষকের বড় ক্ষতি অইবে।’