আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ঘূর্ণিঝড় হামুন: উৎকণ্ঠায় উপকূলবাসী

ঘূর্ণিঝড় হামুন: উৎকণ্ঠায় উপকূলবাসী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২৩ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও ঘনিভূত হয়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন  খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় এলাকার লোকজন। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়েই মূলত তাদের উৎকণ্ঠা। এই তিন জেলার প্রায় ২৮ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। এদিকে, কয়রা উপজেলার শাকবাড়িয়া নদী তীরবর্তী হরিহরপুরসহ আশপাশের গ্রামের অনেকেই ঘরের জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। আবহাওয়ার সতর্ক সংকেত শুনতে পেয়েই বরাবরের মতো এবারও আগাম প্রস্তুতি নিচ্ছেন সবাই।

কয়রা উপজেলার চরামুখা গ্রামের কপোতাক্ষ নদের তীরে দুই শিশুপুত্রকে নিয়ে ঝুঁপড়ি ঘরে থাকেন রোমেছা বেগম। কয়েকটি ঝড়ে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ফসলি জমি হারিয়ে তার স্বামী হযরত আলী এখন খুলনা শহরে রিকশা চালান। বসতভিটা থাকায় সন্তানদের নিয়ে এখনও গ্রামে টিকে আছেন রোমেছা। তবে এবার ঝড় এলে সেটুকুও হারানোর শঙ্কা তার।

এই ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, কিছুদিন আগে ঝুঁকিপূর্ণ ৬ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু হয়। কিছু কাজ সম্পন্ন হয়েছে। অর্থ বরাদ্দ পেলে ঝুঁকিপূর্ণ ওই ৭ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার হবে। পাউবো সাতক্ষীরার ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাহউদ্দিন আহমেদ জানান, তাদের আওতাধীন ৩৮০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩ দশমিক ৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ।