আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞের মধ্যে ফটোশুট করে বিতর্কে দীপিকা

ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞের মধ্যে ফটোশুট করে বিতর্কে দীপিকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২১ , ১১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ঘূর্ণিঝড়ের পর প্রকৃতিতে বিপর্যয় নেমে এসেছে, সবাই ভয়ে জড়োসড়ো। এরইমধ্যে নেচে ও ফটোশুট করে বিপাকে পড়েছেন দীপিকা সিং। ভারতে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বৃষ্টির মধ্যে তার নাচার ভিডিও এবং ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই ট্রলের শিকার হন। তবে দীপিকা জানিয়েছেন, সম্প্রতি টাউটি ঘূর্ণিঝড়ের সময় বৈরি আবহাওয়ার মধ্যে ফটোশুট করে তার অনুশোচনা নেই। তবে অন্যদের এমন পরিস্থিতিতে ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দিয়েছেন দীপিকা। ”দিয়া অর বাতি হাম” খ্যাত অভিনেত্রী দীপিকা সিংয়ের দাবি, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর ছবি ও ভিডিও ধারণ করতে তিনি বাইরে ছিলেন মাত্র ৫ মিনিট !
দীপিকার কাণ্ডজ্ঞানহীন আচরণে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। কেউ কেউ আবার তার আচরণকে ”অসংবেদনশীল” বলেও আখ্যা দিয়েছেন। তবে দীপিকার দাবি, তার পোস্টে ৯৯ ভাগই ইতিবাচক মন্তব্য এসেছে। বাকি ১ ভাগ নেতিবাচক মন্তব্য এসেছে। দীপিকা আরও বলেছেন, আমি সেদিন আমাদের ঘরের কাছাকাছিই ছিলাম। মাত্র ৫ মিনিটের জন্য বেরিয়েছিলাম সেদিন। তবে অন্যদের অনুরোধ করে এমন পরিস্থিতিতে বাইরে বের হবেন না। সূত্র : এনডিটিভি