আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চট্টগ্রামের বাঁশখালী থেকে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী থেকে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২০ , ৮:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী থেকে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাণীগ্রাম জলদাশপাড়া সংলগ্ন ধানি জমি হতে ঘাস (মাড়াইকৃত শুকনো ধানগাছ) দিয়ে চাপা রাখা অবস্থায় ৯ টি বস্তা থেকে ওই পরিমাণ মদ উদ্ধার করা হয়। চৌকিদার বশিরুল আলম জানান, সম্প্রতি বাণীগ্রাম এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীরা বেপোরোয়া হয়ে উঠায় তিনি বিভিন্ন স্থানে গোপনে খোঁজ খবর রাখতেন। এরই মধ্যে বাণীগ্রাম ৫নং ওয়ার্ডের জলদাশ পাড়া সংলগ্ন ধানি জমিতে মদ রাখা হয়েছে জানতে পেরে সরজমিনে দেখতে যান। পরে রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ৯ বস্তা মদ উদ্ধার করে।  তিনি বলেন, বস্তাগুলোতে ৪০০ লিটার মদ আছে বলে ধারনা করা হচ্ছে। রামদাস তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) মামুন হাচান জানান, এলাকাবাসী ও স্থানীয় চৌকিদারের কাছ থেকে খবর পেয়ে ৯ বস্তাভর্তি মদ উদ্ধার করা হয়েছে। কে বা কারা বস্তাগুলো রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।