আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, ট্রেন চলাচল বন্ধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৩ , ৩:২৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  শনিবার (২৯ এপ্রিল) দুপুর বিষয়টি জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আব্দুল হামিদ মিয়া।  এর আগে একই দিন দুপুর ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাফর আলম জানান, স্টেশনের নিকটবর্তী দেওয়ান হাট এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। রেললাইনের পাশে হওয়ায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ডে আটকা পড়েছে বিজয় এক্সপ্রেস ও মহানগর এক্সপ্রেস ট্রেন।