আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১০:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Yabচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানার শীতল ঝর্ণা এলাকা থেকে ৩৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ জুন) দিনগত রাত ১০টার দিকে এলাকার একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ লাইশজোনের সহকারি কমিশনার আসিফ মাহমুদ।

আটক নীলার (৩০) স্বামী শাহ-আজম এলাকায় ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত। এছাড়া অপর আটকদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

আসিফ মাহমুদ জানান, তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর সুগন্ধা আবাসিক এলাকার একটি ফ্লাটে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির ৪২ লাখ টাকা উদ্ধার করে বায়েজীদ বোস্তামী থানা পুলিশ।

তিনি বলেন, আটক নীলার স্বামী শাহ-আজম ইয়াবার গডফাদার। তিনি মূলত এই ব্যবসা করেন। শাহ-আজম কক্সবাজার ও টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করে থাকেন।

‘শাহ-আজমকে গ্রেফতারের চেষ্টা চলছে’, যোগ করেন তিনি।

শ্বাসরুদ্ধকর অভিযানটির নেতৃত্ব দেন চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ লাইশ জনের সহকারি কমিশনার আসিফ মাহমুদ ও বায়েজীদ বোস্তামী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন।