আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস চট্টগ্রাম টেস্টে নেই তাসকিন, শঙ্কায় সাকিব

চট্টগ্রাম টেস্টে নেই তাসকিন, শঙ্কায় সাকিব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২২ , ৪:১৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে দুঃসংবাদ দিয়েছেন টাইগার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, আসন্ন ম্যাচে থাকছেন না তারকা পেসার তাসকিন আহমদ। অন্যদিকে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটা জানার জন্যও করতে হবে অপেক্ষা। ভারত সিরিজের শুরু থেকেই চোট সমস্যা বাংলাদেশের। ওয়ানডে সিরিজে খেলা হয়নি অধিনায়ক তামিম ইকবালের। প্রথম টেস্টের দলেও তাকে রাখা হয়নি। ইনজুরির কারণে তাসকিন খেলতে পারেননি দুই ওয়ানডেতেও। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ‘তাসকিনকে প্রথম টেস্টে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না। সে লম্বা বিরতি থেকে ফিরেছে, অনেকগুলো ইঞ্জেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এক-দেড়দিন বোলিং করাটা তার জন্য হয়ত ভালো হবে না। সেক্ষেত্রে প্রথম টেস্ট ম্যাচে তাকে হয়ত বিশ্রামেই রাখা হবে।’ এছাড়া পাঁজর ও কাঁধে ব্যথা থাকায় চট্টগ্রাম টেস্টে সাকিব খেলবেন কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বলে পিঠে আঘাত পান সাকিব। সেজন্যই সকালের দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে ছোটেন সাকিব। অনুশীলনে গতকালের মত আজকেও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিছুই করেননি তিনি। গুরুতর কিছু না হলে প্রথম টেস্টে খেলবেন তিনি।