আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চন্দনাইশে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ১

চন্দনাইশে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ১


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২১ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে পিটিয়ে এক শিক্ষককে হত্যা করেছে প্রতিপক্ষ। জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টায় মসজিদে আছরের নামাজ শেষে মসজিদ মাঠে দোহাজারী জামিরজুরী আ. রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাহারুল আলমের সঙ্গে একই এলাকার খোরশেদ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধলে অসুস্থ শিক্ষক বাহারুল আলমকে বেধড়ক মারধর করে খোরশেদ আলম। এতে ওই শিক্ষক জ্ঞান হারিয়ে মসজিদ মাঠে পড়ে যান। এই সময় তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শিক্ষক বাহারুল আলমের ভাই পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ১নং আসামি খোরশেদ আলমকে আটক করে। চন্দনাইশ থানার ওসি নাছির উদ্দীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।