আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন চলচ্চিত্র প্রযোজক ধীমন বড়ুয়া এবার চিত্রনায়ক

চলচ্চিত্র প্রযোজক ধীমন বড়ুয়া এবার চিত্রনায়ক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৪ , ৪:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  চলচ্চিত্র প্রযোজনা দিয়ে সুনাম কুঁড়িয়েছেন ধীমন বড়ুয়া। দীর্ঘ দিন থেকে প্রযোজনা করেছেন তিনি।  বর্তমানে তিনি একজন সফল প্রযোজক। নিয়মিত নাটক ও সিনেমা প্রযোজনা করেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বাংলা টকিজ’। এবার তাকে দেখা যাবে ভিন্ন পরিচয়ে।  সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মেধাবী, সুদর্শন তরুণ প্রযোজক। সম্প্রতি ধীমন বড়ুয়া নিজেই নিশ্চিত করে জানালেন বিষয়টি।

একসঙ্গে তিনটি ছবিতে অভিনয় করবেন জানিয়ে ধীমন বড়ুয়া বলেন, আগামী জুন মাসে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। মোট তিনটি সিনেমায় অভিনয় করবো। একটি ছবির নাম এবং পরিচালক চূড়ান্ত হয়েছে বাকি দু’টি ছবির নাম ও পরিচালক এখনো চূড়ান্ত করিনি। শীঘ্রই বাকি গুলো ঠিক করে ফেলবো।

ছবিগুলোতে নির্মাতা কাদের নেয়া হচ্ছে প্রশ্ন করলে ধীমন বড়ুয়া বলেন, আপাতত পরিচালক হিসেবে শাওন আশরাফ নিশ্চিত। তাকে নিয়েই আত্মা নামে একটি হরর ছবির শুটিং শুরু করবো। বাকি নির্মাতা এবং ছবির নাম শিগগিরই জানানো হবে।

এদিকে তিনি বলেন, আত্মা ছবিতে আমি নায়ক হিসেবে অভিনয় করছি। আমার বিপরীতে তিনজন অভিনেত্রী অভিনয় করবেন। এ ছবির গানের শুটিং খাগড়াছড়ি পার্বত্য এলাকায় হবে। সেখানে  অ্যাকশন ও অন্যান্য দৃশ্যের শুটিং শেষে করে এসেই  নায়িকাদের নাম আনুষ্ঠানিকভাবে জানাবো। দেশে জনপ্রিয় নায়িকাদের নিয়ে কাজ করবো। ছবিগুলোতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করবেন বলে জানান ধীমন বড়ুয়া।

ধীমন বড়ুয়া বলেন, মিডিয়ায় দীর্ঘদিন কাজ করছি। অভিনয়ের প্রতিই ইচ্ছা ছিল বেশি। আগে প্রযোজনায়  করলেও এখন অভিনয়েও নিয়মিত। ভালোবাসা থেকে এ মাধ্যমে এসে এখন পেশাদার হয়ে গেছি।